Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

৫নং শ্রীধরপুর ইউনিয়ন

 

নাম

পদবী

মোবাইল নং

ই-মেইল

জনাব মোঃ হাবিবুর রহমান বাপ্পী

চেয়ারম্যান, শ্রীধরপুর ইউপি

০১৭১১-১১৭৫১৩

 

জনাব মোঃ হাফিজুর রহমান

সচিব, শ্রীধরপুর ইউপি

০১৯২০-২৭৩৫২৬

secsreedharpurup@gmail.comsecsreedharpurup@gmail.com

 

ভূমিকা ও ভৌগলিক অবস্থানঃ

একনজরে ইউনিয়ন পরিষদের তথ্য

০১.আয়তনঃ ১৩.৩০ বর্গ কিঃমিঃ

০২.মৌজার সংখ্যাঃ ১১টি

০৩.গ্রামের সংখ্যাঃ ১৬টি

০৪.পরিবারের (খানার)সংখ্যাঃ ৫,৭০২ টি

০৫.মোট জনসংখ্যাঃ ২৮,৪৬৮ জন

(ক)পুরুষ-১৪৭৯২ জন                               খ) মহিলা-১৩,৬৭৬ জন

(১)মুসলিম-২৩,৭৬৩ জন              (২) হিন্দু-৪,০৪২ জন                      (৩)অন্যান্য-৩৯ জন

০৬.জনসংখ্যার ঘনত্বঃ ৮২৬ জন প্রতি বর্গ কিলোমিটারে

০৭.সাক্ষরতার হারঃ ৬৭%

০৮.মাথাপিছু আয়ঃ ২৫০০/-

০৯.জন্ম নিবন্ধনের হারঃ ১০০%

১০.স্যানেটারী লেট্রিন ব্যবহারের হারঃ ১০০%

১১.সুপেয় পানি ব্যবহারকারীর হারঃ ২৫%

১২.প্রধান পেশাঃ

কৃষি-২০,৮৫৫ জন                        সরকারী চাকুরী -৫৭৭ জন              বে-সরকারী-১৪৪৪ জন          অন্যান্য-৪৯৩১ জন

১৩.কৃষি জমিঃ (একরে)

(ক)এক ফসলী-১২১৫                   দো ফসলী-১৭৩৬                          তিন ফসলী-১১৯৩

১৪.খাস জমিঃ (একরে)

কৃষি-৩১৬.০৩ একর                                              অকৃষি- ২৮৬ একর

১৫.হাট বাজারঃ ০৩ টি

১৬.সরকারী জলমহালঃ ০২ টি

১৭.বাওড় / বিলের সংখ্যাঃ ০১টি

১৮.আশ্রয়ন/আবাসনের সংখ্যাঃ ০১ টি

(ক) আশ্রয়ন-০১ টি

(খ) পূর্নবাসিত পরিবারের সংখ্যা-৫১

১৯.মোট রাস্তাঃ১০৮ কিঃ মিঃ

পাকা-১০ কিঃমিঃকাঁচা-৯৮ কিঃমিঃ

২০.নলকূপঃক) হস্তচালিত- খ) অগভীর -                               গ) গভীর-

২১. কলেজের সংখ্যাঃ

২২. মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ৫টি

২৩. নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১টি

২৪. মাদ্রাসার সংখ্যাঃ ৩টি

২৫. সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৬টি

২৬. রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ঃ ১০টি

২৭.স্বাস্থ্য ক্লিনিকঃ ৫টি

২৮.পোষ্ট অফিসঃ ১টি

২৯.ব্লকের সংখ্যাঃ৩টি

৩০.মসজিদের সংখ্যাঃ ৬০টি

৩১. মন্দিরের সংখ্যাঃ ১৬টি

৩২. গীর্জার সংখ্যাঃ নাই

৩৩. আশ্রমের সংখ্যাঃ নাই

২৬.কবরস্থানের সংখ্যাঃ ১৮৭ পারিবারিক

২৭.ক্লাবের সংখ্যাঃ ৩টি

২৮.এন জি ও’র সংখ্যাঃ ৫টি

২৯. হাঁস-মুরগীর খামারের সংখ্যাঃ ১৫টি

৩০. গবাদি পশু খামারের সংখ্যাঃ৫টি

৩১. প্রত্নতত্ত্ব / ঐতিহাসিক স্থানের নাম (যদি থাকে)ঃ শ্রীধরপুর জমিদার বাড়ী ও জোড়া মন্দির

৩২. উল্লেখযোগ্য বিবরণঃ

কার্যক্রমঃ

০১। জনপথ ও রাজপথের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ।

০২। সরকারী স্থান, উন্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠের ব্যবস্থা ও রক্ষণাক্ষেণ।

০৩। জনপথ, রাজপথ ও সরকারী স্থানে আলো জ্বালানো।

০৪। সাধারণভাবে বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং বিশেষভাবে জনপথ, রাজপথ ও সরকারী জায়গায় বৃক্ষরোপণ ও সংরক্ষণ।

০৫। কবরস্থান, শ্মাশান, জনসাধারণের সভার স্থান ও জনসাধারণের অন্যান্য সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা।

০৬। পর্যটকদের থাকার ব্যবস্থা ও তার রক্ষণবেক্ষণ।

০৭। জনপথ, রাজপথ ও সরকারী স্থান নিয়ন্ত্রণ ও অনধিকার প্রবেশ রোধকরণ।

০৮। জনপথ, রাজপথ ও সরকারী স্থানে উৎপাত ও তার কারণ বন্ধকরণ।

০৯। ইউনিয়নের পরিচ্ছন্নতার জন্য নদী, বন ইত্যাদির তত্ত্বাবধান, স্বাস্থ্যকর ব্যবস্থার উৎকর্ষসাধন এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

১০। গোবর, রাস্তার আবর্জনা সংগ্রহ, অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিতকরণ।

১১। অপরাধমূলক ও বিপদজনক ব্যবসা নিয়ন্ত্রণকরণ।

১২। মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রণকরণ।

১৩। পশু জবাই নিয়ন্ত্রণকরণ।

১৪। ইউনিয়নে দালান নির্মাণ ও পুণঃনির্মাণ নিয়ন্ত্রণকরণ।

১৫। বিপদজনক দালান ও সৌধ নির্মাণ নিয়ন্ত্রণকরণ।

১৬। কুয়া, পানি তোলার কল, জলাধার, পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য কাজের ব্যবস্থা করা ও সংরক্ষণ।

১৭। খাবার পানির উৎস দুষিতকরণ রোধের জন্য ব্যবস্থা গ্রহণ।

১৮। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কুপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানে ব্যবহার নিষিদ্ধকরণ।

১৯।খাবার পানে জন্য সংরিক্ষিত কুপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানেবা নিকটবতী স্থানে গোসল, কাপড় কাঁচা বা পশু গোসল করানো নিষিদ্ধকরণ বানিয়ন্ত্রণকরণ।

২০। পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে শন, পাট বা অন্যান্য গাছ ভিজানো নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ।

২১। আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধকরণ।

২২। আবাসিক এলাকার মাটি খনন করে পাথর বা অন্যান্য বস্তু উত্তোলন নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ।

২৩। আবাসিক এলাকায় ইট, মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ।

২৪।    গৃহপালিত পশু বা অন্যান্য পশু বিক্রয়ের ঐচ্ছিক তালিকা প্রণয়ন।

২৫। মেলা ও প্রদর্শনীর আয়োজন।

২৬। জাতীয় উৎসব পালন।

২৭। অগ্নি, বন্য, শিলাবৃষ্টিসহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় প্রয়োজনীয় তৎপরতার ব্যবস্থাকরণ।

২৮। বিধবা, এতিম, গরীব ও দুঃস্থ ব্যক্তিদের সাহায্যকরণ।

২৯। খেলাধুলার উন্নতিসাধন।

৩০। শিক্ষা ও সামাজিক উন্নয়ন, সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়নসাধন ও উৎসাহ প্রদান।

৩১। বাড়তি খাদ্য উৎপাদের ব্যবস্থা গ্রহণ।

৩২। পরিবেশ ব্যবস্থাপনার কাজ।

৩৩। গবাদিপশুর খোয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থাকরণ।

৩৪। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাকরণ।

৩৫। গ্রন্থাগার ও পাঠাগারের ব্যবস্থাকরণ।

৩৬। ইউনিয়ন পরিষদের মত সদৃশ কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা সম্প্রসারণ।

৩৭। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে শিক্ষার মান উন্নয়নে সাহায্যকরণ।

৩৮। ইউনিয়নের বাসিন্দাদের উন্নয়ন, স্বাস্থ্য, নিরাপত্তা,, আরাম-আয়েশ বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ।