অভয়নগর উপজেলার পুড়াখালী বাওড় প্রকৃতির অনুপম সাজে সজ্জিত একটি অনুপম নির্ঝর সজ্জিত উর্বর। ৫৪.২৫ হেক্টর আয়তনের এ বাওড়টি ১০৮ জন চাষীকে মৎস্য চাষের জন্য হস্তান্তর করাহয়। ভেড়ী বাঁধ, অভয়াশ্রম,ফিস ল্যান্ডিং সেন্টার,পাঁটাবাঁধ ইত্যাদি পরিকল্পিত ব্যবস্থাগুলো বাওড়কে মৎস্য ও মনুষ্য উভয়ের জন্য একটি চমৎকার স্থানে পরিণত করেছে।
এখানে যে সব মাছ পাওয়া -
মাছঃপুড়াখালী বাওড়ে যে সব প্রজাতির মাছ পাওয়া যায় তা হলো- রুই,কাতলা,মৃগেল,গ্রাস কার্প,সিলভার কার্প,ব্লাড কার্প,স্বরপুটি,বাটা, রাজপুটি, লাইলটিকা এবং রাণী/দেশীয় প্রজাতির মাছের মধ্যে উল্ল্যেখযোগ্য হলো- কৈ,পুটি, শৈল,টাকি , শিং,মাগুর, চাঁন্দা, খলিশা,টেংরা,পাবদা,গুতেবাইন,রয়না, কাকিলা,চিংড়ী ,বেলে প্রভৃতি।
পাখি: বিভিন্ন অতিথি পাখির মধ্যে উল্ল্যেখযোগ্য হচ্ছে বালি হাস,সরাইল,পানকৌড়ী, ভিলভিলা,কালকুচা,বক,মাছরাঙ্গা, চিল,মাছাল,হুতুমপেচা,লক্ষ্মিপেচা প্রভৃতি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS