Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পুড়াখালী বাওড়

 

কিভাবে যাওয়া যায়: 
নওয়াপাড়া বাজার হতে ভৈরব নদীর ফেরি পার হয়ে মটর সাইকেল,অটো রিক্সা,ভ্যান যোগে পুড়াখালী বাওড়ে যাওয়া যায়।

অভয়নগর উপজেলার পুড়াখালী বাওড়  প্রকৃতির অনুপম সাজে সজ্জিত একটি অনুপম নির্ঝর সজ্জিত উর্বর। ৫৪.২৫ হেক্টর আয়তনের এ বাওড়টি ১০৮ জন চাষীকে মৎস্য চাষের জন্য হস্তান্তর করাহয়। ভেড়ী বাঁধ, অভয়াশ্রম,ফিস ল্যান্ডিং সেন্টার,পাঁটাবাঁধ ইত্যাদি পরিকল্পিত ব্যবস্থাগুলো বাওড়কে মৎস্য ও মনুষ্য উভয়ের জন্য একটি চমৎকার স্থানে পরিণত করেছে।

 

এখানে যে সব মাছ পাওয়া -

মাছঃপুড়াখালী বাওড়ে যে সব প্রজাতির মাছ পাওয়া যায় তা হলো- রুই,কাতলা,মৃগেল,গ্রাস কার্প,সিলভার কার্প,ব্লাড কার্প,স্বরপুটি,বাটা, রাজপুটি, লাইলটিকা এবং রাণী/দেশীয় প্রজাতির মাছের মধ্যে উল্ল্যেখযোগ্য হলো- কৈ,পুটি, শৈল,টাকি , শিং,মাগুর, চাঁন্দা, খলিশা,টেংরা,পাবদা,গুতেবাইন,রয়না, কাকিলা,চিংড়ী ,বেলে প্রভৃতি।

 

পাখি: বিভিন্ন অতিথি পাখির মধ্যে উল্ল্যেখযোগ্য হচ্ছে বালি হাস,সরাইল,পানকৌড়ী, ভিলভিলা,কালকুচা,বক,মাছরাঙ্গা, চিল,মাছাল,হুতুমপেচা,লক্ষ্মিপেচা প্রভৃতি।

অবস্থান: 
অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে অবস্তিত